রাজধানী ঢাকা সহ সারাদেশে ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পড়ুন-
নিজস্ব প্রতিবেদক: ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করেছে বাংলাদেশ পুলিশ। এ উপলক্ষে র্যালির আয়োজন করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তর থেকে র্যালি শুরু হয়। বিভিন্ন সড়ক ঘুরে র্যালিটি রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। শনিবার (২৯ অক্টোবর) সকালে র্যালির আয়োজন করা হয়। রাজধানী সহ সারাদেশে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হবে। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে’র মূল আনুষ্ঠানিকতা হবে। শনিবার সকালে ডিএমপির বিদায়ী কমিশনার মোহা. শফিকুল ইসলামের নেতৃত্বে র্যালি শুরু হয়। র্যালিতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কে এম হাফিজ আক্তার, সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানসহ ডিএমপির ঊধ্র্বতন কর্মকর্তারা অংশ নেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মুখ্য আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।
কুমিল্লা প্রতিনিধি: ‘কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ -এ প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে নগরীর পুলিশ লাইন্সের শহীদ আরআই এবিএম আব্দুল হালিম মিলনায়তনে আলোচনা সভা হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা, ও কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কুমিল্লা মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, নারী নেত্রী পাপড়ী বসু প্রমুখ। এর আগে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ থেকে একটি বিশাল র্যালি বের হয়ে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কুমিল্লা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বরিশাল ব্যুরো: “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এ শ্লোগান নিয়ে বরিশালে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। শনিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে এ উপলক্ষে সকাল সোয়া ৯টায় বরিশাল জেলা পুলিশ লাইন্স থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, বরিশাল জেলা প্রশাসক মো. জসিম উদ্দীন হায়দার, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ, পুলিশের বিভিন্ন স্তরের সদস্য এবং কমিউনিটি পুলিশিং সদস্যরা। সকাল ১০টায় পরে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃছাদেকুল আরেফিন, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, বরিশাল জেলা প্রশাসক মো. জসিম উদ্দীন হায়দার। কমিউনিটি সমাবেশ শেষে পুরষ্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র-শান্তি শৃঙ্খলা সর্বত্র, এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপন করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দিবসটি উপলক্ষে জেলা পুলিশ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকাল সাড়ে ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। তিনি সংবিধানের আলোকে বক্তব্য প্রদান করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন-নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব মোখলেসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এসএএম ফজল-ই-খুদা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩, নাজনীন ফাতেমা জিনিয়া। বক্তারা বলেন- দেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য পূর্বশর্ত হচ্ছে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। পুলিশের পাশাপাশি সেই কাজটি করছে কমিউনিটি পুলিশ। মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধসহ শান্তি প্রতিষ্ঠায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নলছিটি প্রতিনিধি: ‘‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র’’ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশের র্যালি অনুষ্ঠিত হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমানের নেতৃত্বে থানা চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানায় গিয়ে শেষ হয়। এসময় নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, পৌর মেয়র আবদুল ওয়াহেদ কবির খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার মজিবুর রহমান,প্রেসক্লাবের সভাপতি এনায়েত করিম, যুগ্ম সম্পাদক মিলন কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ‘‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র’’ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ইং উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সালথা থানা প্রশাসনের আয়োজনে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে থানা চত্বর থেকে র্যালী বের হয়ে উপজেলা চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে সূচনা স্থানে এসে শেষ হয়ে। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মৃত সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান রুপা বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সহ-সভাপতি ইমামুল হোসেন তারা মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ সেলিম মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ খায়েরুজ্জামান মোল্লা বাবু প্রমুখ। এছাড়াও সালথা থানার অফিসারবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ প্রতিনিধি: কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষ্যে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র্যালী, মতবিনিময় সভা, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়।পরে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে `কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র `এ স্লোগানে পুলিশ লাইন ড্রিল শেডে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন-কিশোরগঞ্জ কমিউনিটি পুলিশিং এর সভাপতি,জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন-জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার এর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ আফজল,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল আমিন হোসাইন,পৌরসভার মেয়র পারভেজ মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদুল্লাহ,ভারপ্রাপ্ত পিপি এড.আবু সাইদ ইমাম,জিপি এড.বিজয় শংকর রায়,পুজা উদযাপন পরিষদের সভাপতি এড.ভূপেন্দ্র ভৌমিক দোলন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সদর উপজেলা আ.লীগের সভাপতি আওলাদ হোসেন,কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু যর গিফারি প্রমুখ। কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও) কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স এন্ড কমিউনিটি পুলিশিং) মোবারক হোসেন ও জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য ইটনা সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি নজরুল মিয়াকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে থানা-পুলিশ ও উপজেলা কমিউনি পুলিশিং কমিটির উদ্যোগে কমিউনি পুলিশিং ডে পালিত হয়। শনিবার সকালে ‘কমিউনিটি পুলিশের মূলমত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ শ্লোগানে ডে টি পালিত হয়। উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে থানা হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। এসময় অংশ নেয় উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন, তদন্ত মো. ইদ্রিস আলী, আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. ইকবাল হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম, সম্পাদক আনছার আলী, জনপ্রতিনিধি ও সুধিজন।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) বিকালে জয়পুরহাট পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শুরু করে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। পরে জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদ্য নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান খাজা সামছুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন প্রমুখ। এ সময় প্রধাণ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, বাংলাদেশ পুলিশ এখন দেশের মানুষের প্রধাণ ভরষাস্থলে পরিণত হয়েছে। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম মাধ্যম হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করছে। এ জেলার কমিউনিটি পুলিশিং ফোরাম ও জনসাধারণকে সাথে নিয়ে সকল প্রকার অপরাধ মূলক কার্যক্রম দমন করে জেলায় শান্তিপূর্ণ একটি পরিবেশ উপহার দিতে চাই। আলোচনা সভায় পুলিশের কাজে সহযোগিতা ও অপরাধ সচেতনতা তৈরিতে বাল্য বিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী নির্যাতন, শিশু নির্যাতন, যৌতুক নিরোধ ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিসহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তারা বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক গোলাম হাক্কানীর সভাপতিত্বে আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের মাঝে সম্মাননা স্বারক ও ক্রেস্ট বিতরণ করা হয়।
মুন্সীগঞ্জ প্রতিনিধি: “পুলিশই জনতা জনতাই পুলিশ ” এই স্লোগানে স্লোগানে ২৯ অক্টোবর কমিনিউটি পুলিশিং উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জ জেলা পুলিশের বর্ণাঢ্য আয়োজনে শনিবার সকাল সাড়ে ৯টার সময় সুপার মার্কেটস্থ জেলা ট্রাফিক পুলিশ ও সদর পুলিশ ফাঁড়ির সামনে থেকে একটি বিশাল র্যালী বের হয়ে আল্লাহ চত্বর ভায়া পুলিশ লাইন্স গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে দিবসটির উদযাপন করা হয়। পরে পলিশ লাইন্সের শহীদ কনেস্টেবল বোরহান উদ্দিন মিলনয়াতনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুনের সভাপতিত্বে প্রধান অথিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ ৩ আসনের সাংসদ অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিভিল সার্জন ডা: মো: মঞ্জুরুল আলম , মুন্সীগঞ্জ সরকারী হরেগঙ্গা কলেজের অধ্যক্ষ মো: আব্দুল হাই, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, জেলা কমিনিউটি পুলিশিয়ের সভাপতি প্রবীর কুমার গাঙ্গলী। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতহয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) সুমন দেব। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার্স আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( ডি এসবি) ইয়াছিন ফেরদৌসী,জেলা পুলিশের সকল সকল অফিসার ফোর্স, জেলা কমিনিউটি পুলিশিয়ের নেতৃবৃন্দ।
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: "কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯ অক্টোবর) সকালে এ উপলক্ষ্যে বালিয়াকান্দি থানা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বাজার প্রদক্ষিন করে থানায় গিয়ে শেষ হয়। এসময় র্যালীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল হান্নান মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান, বালিয়াকান্দি সদর, জামালপুর, বহরপুর, নবাবপুর, জঙ্গল, নারুয়া ইউনিয়ন পরিদের চেয়ারম্যানসহ সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী প্রতিনিধি: ‘‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র’’ এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। দিবসটি যথাযথ ভাবে উদযাপন উপলক্ষ্যে ফুলবাড়ী থানা ও কমিউনিটি পুলিশিং ফোরাম, কুড়িগ্রামের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল দশটায় ফুলবাড়ী থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি ফুলবাড়ী বাজারের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে পুনরায় থানা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক নুরুল হুদা মিয়া দুলাল, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার, জেলা পরিষদ সদস্য মোছাঃ মনোয়ারা সরকার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল লতিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, সাইফুর রহমান সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল ইসলাম, কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, বড়ভিটা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, যুবলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায়, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, নাওডাঙ্গা ডিএস দাখিল মাদ্রাসার সুপার ওমর আলী, মিয়াপাড়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বিএসসি, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য আছমা খাতুন ডেইজি, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল প্রমূখ। এসময় বক্তারা এ উপজেলাকে মাদক মুক্ত করার জন্য সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আহ্বান জানান। সেইসঙ্গে পুলিশকে তথ্য দিয়ে সকল প্রকার সহযোগিতারও কথা জানান বক্তারা।
লালমোহন (ভোলা )প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ দেশগড়ার লক্ষ্যে পুলিশের মানবসম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী করতে জনবল ও বাজেট বৃদ্ধিসহ সার্বিক সক্ষমতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নানামুখী কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রেখেছে। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। শনিবার সকালে লালমোহন থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এমপি শাওন আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে রোল মডেলে পরিণত করেছেন। জনতা-পুলিশ একসঙ্গে সরকারের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।কমিউনিটি পুলিশিং এর কারণে আজ দেশে অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণে ও পুলিশের উপর মানুষের আস্তা বেড়েছে। এর আগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী লালমোহন থানার সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয়। লালমোহন থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল সহ আরো অনেকে।
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং কমিটি ও পাটগ্রাম থানার আয়োজন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল দশটায় পাটগ্রাম থানা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন-পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওহাব প্রধান,বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম সালাউজ্জামান ফারুক, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আবু তালেব, লালমনিরহাট জেলা পরিষদ সদস্য ফরহাদ হোসেন লিটন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।
সরিষাবাড়ী প্রতিনিধি: পুলিশই জনতা-জনতাই পুলিশ-এ স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে সরিষাবাড়ী থানা থেকে শিমলা বাজার, বাসস্ট্যান্ড হয়ে থানা পর্যন্ত র্যালী শেষে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন বক্তব্য রাখেন।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আশরাফুল আলম মানিক, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মন্জুরুল ইসলাম বিদ্যুৎ, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবুল হোসেন, সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ, কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ছরোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভায় পৌরসভার কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের মেম্বার, সংরক্ষিত মহিলা সদস্যগন, গ্রাম পুলিশ, গণমাধ্যমকর্মীসহ নানা পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্য নিয়ে ভালুকায় নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকালে মডেল থানা, শিল্পপুলিশ ও হাইওয়ে পুলিশ পৃথক র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। ভালুকা মডেল থানা অফিসার ওসি মোঃ কামাল হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, জেলা আ.লীগের শিল্প বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোঃ মোস্তফা কামাল, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যক্ষ আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সুবেদ আলী মাস্টার, মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান এসএম আকরাম হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী, আঞ্চলিক শ্রমীকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি জালাল পাঠান, ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহম্মেদ সুজন, সাধারণ সম্পাদক অনিক তালুকদার, সাবেক ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন, সাবেক সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজীব প্রমূখ। অপরদিকে ময়মনসিংহ শিল্পপুলিশ-৫ এর উদ্যোগে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শিল্পপুলিশের কার্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশিংয়ের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিজানুর রহমান, ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও এএসপি কাজী সাইদুর রহমান প্রমূখ। কমিউনিটি পুলিশিং ফোরাম ও ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আয়োজনে ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি’র অডিটোরিয়াম রুমে হাইওয়ে কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ হানিফ খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোঃ রিয়াদ মাহমুদ পিপিএম। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন হাইওয়ে কমিউনিটি পুলিশের সেক্রেটারী ফখরুল মুন্সী, শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল হক সরকার, মাইক্রো পিআপ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে পালন উপলক্ষে থানা থেকে একটি র ্যালি বের হয়ে পৌর বাজারের সড়ক গুলি প্রদিক্ষন শেষে থানা চত্বরে এসে শেষ হয়। র ্যালি শেষে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, উপজেলা আ`লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, অধ্যক্ষ লিয়াকত হোসেন, জেলা যুবলীগের সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটু, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য মোসা. জেসমিন সেলিম আল্পনা, হাসান সিকদার প্রমুখ। সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিতি অংশ গ্রহণ করেন।
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে পাংশা মডেল থানা পুলিশের আয়োজনে একটি র্যালি থানা থেকে বের হয়ে টেম্পু স্ট্যান্ড মোড় সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান (ওদুদ) পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস সহ প্রমূখ।এছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষক-শিক্ষীর্থী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নাচোল থানা পুলিশের আয়োজনে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্র্যালী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, সাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা প,প সুলতান পাপিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কে জোহা পলাশ, সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, চার ইউপি চেয়ারম্যান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন-শিক্ষক, শিক্ষার্থী পুলিশ, আনসার, গ্রাম পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাউজান প্রতিনিধি: কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের রাউজান উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন হয়েছে। শনিবার (২০ অক্টোবর) সকালে রাউজান থানার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিউিনিটি পুলিশ, রাউজান থানা ও জনপ্রতিনিধিদের অংশ গ্রহণে রাউজান থানা থেকে বর্ণাঢ্য একটি র্যালিটি বের হয়। র্যালিটি উপজেলা সদরস্থ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা চত্তরে এসে শেষ হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুণ। টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন-রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। এসআই মোহাম্মদ শাহাদাত হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন-রাউজান উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, রাউজান কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, প্রিয়তোষ চৌধুরী, আব্দুর রহমান চৌধুরী, লায়ন সাহাবুউদ্দিন আরিফ, রাউজান পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্ত, আলমগীর আলী, অ্যাডভোকেট দীলিপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, শওকত হাসান, ওসি তদন্ত কায়ছার হামিদ, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন। বক্তব্য রাখেন-রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, ছাত্রলীগ নেতা আরমান সিকদার, সাইদুল ইসলাম, জাহেদুল আলম সহ থানার পুলিশের অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
নীলফামারী প্রতিনিধি: "কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে পুলিশ লাইন হতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ফিরে এসে আলোচনা সভায় মিলিত হন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-২আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস.এম শফিকুল আলম ডাবলু।স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.আমিনুল হক পাটাশ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ, ডিবি (ওসি) খঃমো. আখেরুজ্জামান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ঠিকাদার মিজানুর রহমান, সহ পুলিশের কর্মকর্তা ও সদস্য গণ।
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: কমিউনিটি পুলিশের মূলমন্ত্র `শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মানিকছড়িতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে মানিকছড়ি থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালিত্তর টাউন হলে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয়ক কমিটির সাধারণ সম্পাদক সজল বরণ সেন`র সঞ্চালনায় ও সভাপতি এম. রাজ্জাক`র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। আলোচনা সভায় বক্তব্য রাখেন-মানিকছড়ি ও লক্ষীছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম কামরুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, যুব লীগের সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, প্রাক্তন তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম। স্বাগত বক্তব্যে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. শাহানূর আলম বলেন, পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশি বিশেষ ভূমিকা পালন করছে। প্রতিবছর অক্টোবর মাসের শেষ শনিবার জনগণকে সঙ্গে নিয়ে এ দিবসটি পালন করে থাকে বাংলাদেশ পুলিশ। সেই সাথে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠার কারণে, বিভিন্ন ধরনের অপরাধ আগাম তথ্য দিয়ে কমিউনিটির সদস্যরা পুলিশকে সহযোগিতা করছে। যার ফলে অত্র উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনগণের কাঙ্খিত সেবা পৌঁছে দিতেই কমিউনিটি পুলিশিং কমিটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করে বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং পুলিশ ও জনতার মধ্যে সেতু বন্ধন রচনা করেছে। যার ফলে সমাজ থেকে অপরাধ প্রবণতা কমে গেছে। দেশের যেকোনো ক্রান্তিকালে জনগণের পাশে থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। তারা ২৪ ঘণ্টা জনগণকে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে। এসময় রাষ্ট্রের জানমালের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সমাজ থেকে বাল্যবিয়েহ, মাদক নির্মূল, নারী নির্যাতন সহ নানা অপরাধ নির্মূল করতে পুলিশকে আরো বেশি সহযোগিতা করার আহবান জানান বক্তারা। সেই সাথে অতিতের চাইতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করারও আহবান জানান তারা। বর্ণাঢ্য এ আয়োজনে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ত্রিশাল থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিশাল থানা চত্বরে এসে শেষ হয়। থানা চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া আকন্দ,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হুমায়ুন আকন্দ,থানা তদন্ত ওসি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
দিরাই প্রতিনিধি: কমিউনিটি পুলিশং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র এ প্রতিপাদ্য নিয়ে দিরাই কমিউনিটি পুলিশং ডে পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গণমিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিরাই থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সোহেল আহমেদ, সাবেক সভাপতি আলতাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, বদরুল ইসলাম চৌধুরী মিফতা, লিটন চন্দ্র দাস প্রমুখ।
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে থানা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীব এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (ছাতক-দোয়ারা সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারি কমিশনার (ভূমি) মো. ইসলাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী, ভাইস চেয়ারম্যান লিপি বেগম, জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সেলিম, ছাতক নৌ-পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন মৃধা, উপজেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট পিযুষ ভট্রাচার্য, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আমির আলী বাদশাহ ও মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান কদর মিয়া, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, সাইফুল ইসলাম ও আবুল হাসনাত, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশন ছাতকের ইনচার্জ মাওলানা জসিম উদ্দিন, ইউপি সদস্যা রোকসানা বেগম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, সদস্য মোশাহিদ আলী ও আরিফুর রহমান মানিক, ছাতক থানার (ওসি) তদন্ত আরিফুল আলম, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আহমদ উল্ল্যাহ ভূইয়া, ছাতক থানার উপ-পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার, আসাদুজ্জামান রাসেল, মোশারফ হোসেন, শামছুল আরেফিন, শাহিন মিয়া, গোলাম মুর্শেদ ফাত্তাহ, নাজমুল হোসেন, মখলিছুর রহমান, মাসুদ রানা, লুৎফুর রহমান ও আসাদুজ্জামান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমীন, সহ-সভাপতি এইচএম খালেদ, সাংবাদিক ফজল উদ্দিন, সাজ্জাদ তালুকদার ও এআর সায়েম, ইউপি সদস্য ময়নুল ইসলাম রাসেল, সাদিক মিয়া, ফারুক মিয়া ও আবদুর রশিদ প্রমুখ। প্রধান অতিথি সহকারি পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক বলেন, কমিউনিটি পুলিশিং অপরাধ দমনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। তিনি পুলিশের সকল কার্যক্রমে সহযোগিতার হাত বাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পুলিশেই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ইটনা থানা পুলিশ আয়োজিত আজ শনিবার বেলা ১১.০০ ঘটিকায় ইটনা থানা চত্তর হইতে কমিনিউটি পুলিশিং উপলক্ষে ডাক ঢুল পিঠিয়ে আনন্দ উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কলেজের সামনে এসে সমবেত হয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। ইটনা থানার অফিসার ইনচার্জ জনাব কামরুল মোল্লার সভাপত্তিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অডিটরিয়াম হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আসন গ্রহণ করার পর সাগত বক্তব্য রাখেন, আবু বক্কর সিদ্দিক প্রধান শিক্ষ ইটনা সরকারি মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন, বক্তব্য রাখেন প্রধান অতিথি চৌধুরী কামরুল হাসান চেয়ারম্যান উপজেলা পরিষদ ইটনা, সাখাওত হোসেন ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ইটনা, সোহরাব উদ্দিন ঠাকুর (খসরু) সাধারণ সম্পাদক ইটনা উপজেলা আওয়ামী লীগ শাখা, নজরুল ইসলাম ঠাকুর (মানিক মিয়া) সাবেক কমান্ড বীর মুক্তিযোদ্ধা ইটনা, জসিম উদ্দিন প্রভাসক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ ইটনা, মাওঃ মোঃ সিরাজুল ইসলাম আতশি সভাপতি আওয়ামী ওলামালীগ ইটনা শাখা, কামরুল ইসলাম দুলাল সাবেক চেয়ারম্যান মৃগা, আব্দুল কদ্দুছ আওয়ামী লীগ নেতা এলংজুরী, মোঃ রুবেল মিয়া চেয়ারম্যান এলংজুরী ইউনিয়ন পরিষদ ইটনা, আলমগীর আওয়ামী লীগ নেতা জয়সিদ্ধি, মোঃ ফুরকান মিয়া আওয়ামী লীগ নেতা, মোঃ নজরুল ইসলাম আওয়ামী লীগ নেতা বাদলা, হাবিবুর রহমান রায়টুটী, প্রদীপ চন্দ্র দাস ধনপুর, বজলুর রহমান মিয়া ধনপুর প্রমুখ। মক্তারা এলাকায় দাঙ্গা হাঙ্গামা মামলা মোকদ্দমা এ বিষয়ের প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের প্রতি আহব্বান জানান। সব শেষে সভাপতির বক্তব্য দিয়ে কমিনিউটি পুলিশিং আলোচনার সভা সমাপ্ত করেন।
মুন্সীগঞ্জ প্রতিনিধি: “পুলিশই জনতা জনতাই পুলিশ ” এই শ্লোগানে শনিবার কমিনিউটি পুলিশিং উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জ জেলা পুলিশের বর্ণাঢ্য আয়োজনে সকাল সাড়ে ৯টার সময় সুপার মার্কেটস্থ জেলা ট্রাফিক পুলিশ ও সদর পুলিশ ফাঁড়ির সামনে থেকে একটি বিশাল র্যালী বের হয়ে আল্লাহ চত্বর ভায়া পুলিশ লাইন্স গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে দিবসটির উদযাপন করা হয়। পরে পলিশ লাইন্সের শহীদ কনেস্টেবল বোরহান উদ্দিন মিলনয়াতনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুনের সভাপতিত্বে প্রধান অথিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ ৩ আসনের সাংসদ এডভোকেট মৃনাল কান্তি দাস এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা: মো: মঞ্জুরুল আলম, মুন্সীগঞ্জ সরকারী হরেগঙ্গা কলেজের অধ্যক্ষ মো: আব্দুল হাই, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, জেলা কমিনিউটি পুলিশিয়ের সভাপতি প্রবীর কুমার গাঙ্গলী। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতহয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার্স আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডি এসবি) ইয়াছিন ফেরদৌসী, জেলা পুলিশের সকল সকল অফিসার ফোর্স, জেলা কমিনিউটি পুলিশিয়ের নেতৃবৃন্দ।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তিশৃঙ্খলা সর্বত্র।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২। প্রতিবছর অক্টোবর মাসের শেষ শনিবার জনগণকে সঙ্গে নিয়ে এ দিবসটি পালন করে থাকে বাংলাদেশ পুলিশ। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে রাণীশংকৈল থানার পক্ষ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কমিউনিটি পুলিশং ডে উদযাপন কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে সকাল ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা ও ইয়াসিন আলী। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন কবির স্টিভ, জেলা পরিষদ সদস্য আব্দুল বাতিন স্বপন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক অধ্যক্ষ সইদুল হক, পৌরসভা মেয়র মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাহিদ ইকবাল, কমিউনিটি পুলিশং ডে উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রবিউল ইসলাম সবুজ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কাশেম, প্রেসক্লাব (পুরাতন) সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং বিভিন্ন ইউনিয়নের সদস্য ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশ বিশেষ ভূমিকা পালন করছে। সভায় পুলিশের কাজে সহযোগিতা ও অপরাধ সচেতনতা তৈরিতে বাল্য বিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী নির্যাতন, শিশু নির্যাতন, যৌতুক নিরোধ, মোবাইলের অপব্যবহার ও সামাজিক মূল্যবোধ সংক্রান্তে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাণীশংকৈল থানার (ওসি তদন্ত) আব্দুল লতিফ শেখ।
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও আজ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ পালন করা হচ্ছে। এবারের প্রতিপদ্য, কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এ বছর অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা ৩০ মিনিটে মধুপুর থানা চত্বর থেকে বেলুন উড়িয়ে র্যালি বের হয়। মধুপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি অডিটোরিয়ামে এসে শেষ হয়। র্যালি শেষে মধুপুর উপজেলা অডিটোরিয়ামে পুলিশিং ডে’ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল আমিন বিপিএম এর সভাপতিত্বে ও তদন্ত অফিসার মুরাদ হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌর মেয়র মোঃ সিদ্দিক হোসেন খান, উপজেলা সহকারীকমিশনার (ভূমি) জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, ভাইসচেয়ারম্যান শরিফ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আব্দুর গফুর মন্টু, সিনিয়রসহসভাপতি এডভোকেট ইয়াকুব আলী, সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, যুগ্ম সস্পাদক সাবেক মেয়র মাসুদ পারভেজ, মধুপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, রানীভবানী সরকারী পাইলট মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা, মধুপুর থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তা, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ, কমিউনিটি পুলিশের সদস্যগণ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্হিত ছিলেন। পরে সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভার আয়োজন করে হোসেনপুর থানা। "কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি- শৃঙ্খলা সর্বত্র” এই স্লোগানে শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হয়। পরে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, অধ্যক্ষ মোসলেহ উদ্দিন খান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুর্শিদ উদ্দিন, সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেখ নেওয়াজ, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, অধ্যাপক তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
নোয়াখালী প্রতিনিধি: ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম (পিপিএম)। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীনসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরবর্তীতে শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা কর্মদক্ষতার ভিত্তিতে এলাকার আইনশৃঙ্খলা এবং অপরাধ দমনে সকলকে কাজ করার আহ্বান জানান। এছাড়াও বক্তাগণ শহরে-গ্রামে, পাড়ায়-মহল্লায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর দলের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং সদস্যদেরকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ ট্রেইনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী পৌর সভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্লাহ্, সাধারণ সম্পাদক মিয়া মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আবু নাছের মঞ্জু প্রমুখ। সভায় পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেছেন, আমাদের সমাজে কিশোর গ্যাং সদস্যদের তৎপরতাসহ নানান অপরাধ দমনে পুলিশের সাথে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা অপরাধ শূন্যের ঘরে নিয়ে আসতে চাই। অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সাথে পুলিশ কাজ করছে।
দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি: পুলিশই জনতা ,জনতাই পুলিশ এই শ্লোগান নিয়ে দক্ষিণ আইচা থানা পুলিশের উদ্যোগে কমিনিউটি পুলিশিং ডে- ২০২২ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় থানা চত্বর থেকে এক র্যালি বের হয়ে দক্ষিণ আইচা বাজার উল্লেখ্যযোগ্য সড়ক প্রদক্ষিণ করা হয়েছে। পরে থানা ভবনের নিচে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ ওসি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল রব মিয়া, বিশেষ অতিথি ছিলেন চরমানিকা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সফিউল্ল্যা হাওলাদার, চরমানিকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহাগ আখন, এই সময় আরো উপস্থিত ছিলেন, চরমানিকা ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইব্রাহিম স্বর্নকার, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মেম্বার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শহিদুল্লাহ ও দক্ষিণ আইচা প্রেসক্লাবে সাংবাদিক সেলিম রানা, মমিন, শামছুদ্দিন খোকন হাসান লিটনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এস,আই অমিত হাসান।
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: `কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র` এই শ্লোগানকে সামনে রেখে ফুলছড়ি উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যেগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে ফুলছড়ি উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি থানা চত্বর থেকে বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি শামসুজ্জোহা বাবলু`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান। ইন্সপেক্টর তদন্ত আজিজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিংয়ের প্রধান সমন্নয়ক ও ফুলছড়ি থানার অফিসার্স ইনচার্জ কাওছার আলী, সাবেক উপদেষ্টা হাবিবুর রহমান, থানা কমিটির সেক্রেটারি মাহবুর রহমান, থানা কমিটির সদস্য শহিদুল ইসলাম, উদাখালি ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, কঞ্চিপারা ইউনিয়ন সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, উরিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা প্রমুখ। কমিউনিটি পুলিশিং ডে সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্হিত ছিলেন। বক্তারা বলেন, সমাজ থেকে মাদক জুয়া নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ‘কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সবত্র’ এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। বাকেরগঞ্জ থানা পুলিশের আয়োজনে শনিবার সকাল ১০টায় থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।থানা অফিসার ইনচাজ মোঃ আলাউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাংবাদিক দানিসুর রহমান লিমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক বিপ্লব মিত্র, প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মোঃ জাফর আহমেদ, সাংবাদিক জাকির জাকির জমাদ্দার।
গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি: "পুলিশই জনতা, জনতাই পুলিশ" এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুর জেলার গোসাইরহাটে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে ৷ শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় গোসাইরহাট থানা কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানায় গিয়ে শেষ হয়।এরপর গোসাইরহাট থানার আয়োজনে থানার হল রুমে কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোসাইরহাট থানার ওসি তদন্ত ওবায়েদুল হক এর সভাপতিত্বে ও এসআই মোঃ মতিউর রহমানের সঞ্চালনায় উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মিন্টু বেপারী, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তরা বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপকল্প বাস্তবায়নে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাপনা অতি গুরুত্বপূর্ণ। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ এবং কমিউনিটির মধ্যে সেতুবন্ধন তৈরি করে অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ দমন ও উদঘাটন, জননিরাপত্তা বিধান এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ রাখতে এটি সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে"। বক্তারা আরো বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বিশেষ অবদান রাখা যাবে বলে আমরা মনে করি।
হাতীবান্ধা প্রতিনিধি : কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র" এ শ্লোগান নিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সারম্ভপূর্ণ আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন হয়েছে। শনিবার হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলমের সভাপতিত্বে থানা পুলিশের আয়োজনে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উদযাপন করা হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। এসময় কমিউনিটি পুলিশিং এর সভাপতি নুুরুজ্জামান আহমেদ ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন, ,কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক নুরল আমিন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিগন এসময় উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি প্রতিনিধি: কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদের সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের সঞ্চলনায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল তরিকুল ইসলাম, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াৎ হোসেন রুবেল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি রোভার স্কাউটের সাবেক সভাপতি মোঃ নুরুল আবছার প্রমূখ। আলোচনা সভা শেষে ২ জনকে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সম্মাননা প্রদান করা হয়।
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: "কমিউনিটি পুলিশং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র" এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় ভূঞাপুরে কমিউনিটি পুলিশং ডে-২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় থানা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে থানা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ভূঞাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুল ইসলাম বাদল তরফদার, অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, গাবসারা ইউপি চেয়ারম্যান শাহআলম আকন্দ শাপলা, ভূঞাপুর পৌরসভার প্যানেল মেয়র জাহিদ, ভূঞাপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আরজুসহ কমিউনিটি পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
নাগেশ্বরী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে "কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র-শান্তি শৃঙ্খলা সর্বত্র" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২২ অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর কচাকাটা থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে দিবসটি অনুষ্ঠিত হয়। দিবসটিতে বিভিন্ন স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও সুধীজনদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী কচাকাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয়। র্যালী কচাকাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজার সভাপতিত্বে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় পুলিশ সদস্য ছাড়াও বিভিন্ন স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও এলাকার বিশিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন।
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: "কমিউনিটি পুলিশিং এর মূল মন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র" এই প্রতিপাদ্যে কুমিল্লার মুরাদনগরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ টায় মুরাদনগর থানা পুলিশের আয়োজনে ও মুরাদনগর থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সহযোগীতায় একটি র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে শেষ হয়। এসময় র্যালীতে উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল, মুক্তিযোদ্ধা ফেরদৌস খন্দকারসহ থানার সকল পুলিশ সদস্য ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে শনিবার ভেড়ামারা থানা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল দশটায় ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা`র নেতৃত্বে ভেড়ামারা থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এরপর কমিউনিটি পুলিশীংয়ের এবারকার শ্লোগানমূল মন্ত্র শান্তি ও শৃঙ্খলা সর্বত্র" এর উপর ভিত্তি করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাক্তারুজ্জামান মিঠু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উক্ত সভায় বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রওশন আরা সিদ্দিক, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক এবং আওয়ামী লীগ নেতা আওরঙ্গজেব সেলিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-অনুষ্ঠানে জনপ্রতিনিধি সাংবাদিক এবং আমন্ত্রিত সুধিমন্ডলী সহ পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:"কমিউনিট পুলিশং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খল সর্বত্র" এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে আলোচনা সভা ও একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে এসে শেষ হয়। এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে এই কর্মসূচির উদ্ধোধন করেন হাইওয়ে পুলিশের সিলেট জোনের পুলিশ সুপার (এসপি) মোঃ শহিদ উল্লাহ। পরে হাইওয়ে পুলিশের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভৈরব হাইওয়ে থানার ওসি মো:মোজাম্মেল হক। এসময় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব চেম্বার অব কমার্স ও কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি রোটারিয়ান আলহাজ্ব হুমায়ুন কবির, পৌর আওয়ামী লীগ ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস. এম বাকি বিল্লাহ প্রমুখ। এছাড়া সকালে ভৈরব থানা পুলিশ ও রেলওয়ে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে পৃথক পৃথক ভাবে র্যালি ও আলোচনা সভা করা হয়। ভৈরব থানার পুলিশের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিদর্শক (তদন্ত) মো: শাহ আলম মোল্লা। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ। আলোচনা সভায় ছাত্রলীগ, যুবলীগ ও পরিবহন মালিক সমিতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র -এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং কমিটি ও পাটগ্রাম থানার আয়োজন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল দশটায় পাটগ্রাম থানা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওহাব প্রধান, বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম সালাউজ্জামান ফারুক, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আবু তালেব, লালমনিরহাট জেলা পরিষদ সদস্য ফরহাদ হোসেন লিটন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র“ এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলে নাগরপুর উপজেলার কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে থানা ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে থানা প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হন। নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও এসআই মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুদরত আলী, উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, নাগরপুর প্রেসক্লাব সভাপতি আক্তারুজ্জামান বকুল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সকল ইউপি চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর প্রতিনিধি: শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশিং ডে’ উদ্বোধন এবং বর্ণাঢ্য র্যালির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র। শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সেল এর আয়োজনে সদর মডেল থানার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ললক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন। জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা সিভিল সার্জন আহাম্মদ কবির। জেলা কমিউনিটি পুলিশিং সেল এর সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ভূঁইয়া আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং সেল এর সভাপতি জিয়াউল হুদা আপলু প্রমুখ। এদিকে জেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ব্যান্ডদলের বাজনার তালে তালে চন্দ্রগঞ্জ থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে থানার প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ¦ এম আলাউদ্দিন, কফিল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী। এছাড়াও বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কন্টাক্টর, সহ-সভাপতি এ্যাড. সামছুল হক সামছু, চন্দ্রগঞ্জ থানা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সমীর কর্মকার, থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পার্বত্যাঞ্চল প্রতিনিধি: "কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটি`র আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২-উদযাপন করা হয়েছে। শনিবার(২৯ অক্টোবর )সকাল ১০টার দিকেজেলা শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে বেলুন উড়িয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেড সম্মেলন কক্ষে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা,সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা মো:নাইমুল হক পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। স্বাগত বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মোহাম্মদ মনিরুজ্জামান। এসময়, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিছবাহুদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোঃ বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএইচ এরশাদ, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম,পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আরিফুর রহমান,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত,সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, প্রমুখ। সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম বলেন,পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। কমিউনিটি পুলিশিং হলো জনগণের কাছে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের জবাবদিহিতা করা দেশের প্রতিটি থানায় পুলিশের সাথে জনগণের দূরুত্ব কমলে কমিউনিটি পুলিশিং সফল হবে। দেশে ঐক্যবদ্ধ সমাজ গড়তে মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত করতে কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই।পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে এই সকল অনৈতিক কর্মকাণ্ড থেকে সন্ত্রাস নির্মুল করতে সক্ষম হবে পুলিশ। তাই যেকোন অপরাধ সর্ম্পকে পুলিশকে সঠিক তথ্যদিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি।অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী বলেন, জনগনই পুলিশ,পুলিশই জনগণ। তৃণমূল পর্যায়ে সকল তথ্য পুলিশকে অবগত করা সকলের দায়িত্ব।আজকে যদি আমরা মাদক মুক্ত না হয়,আজকে যদি সন্ত্রাস মুক্ত না হয়,তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের বাস্তবায়ন হবে না। কমিউনিটি পুলিশের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সুন্দর প্রচেষ্টায় এ জেলায় আমরা একটি সুন্দর জেলা উপহার দিতে পারি। কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে, ২০২২সালে খাগড়াছড়ি পার্বত্য জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় ১জন শ্রেষ্ঠ পুলিশিং অফিসার ও ১জন শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যের হাতে সম্মাননা স্বারক ক্রেস্ট তুলেদেন প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম।
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলার রৌমারীতে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। রৌমারী উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে শনিবার সকাল ১১ টার দিকে রৌমারী থানা চত্বর থেকে একটি র্যালী বেড় হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও থানা চত্বরে এসে শেষ হয়। পরে দুপর ১২ টায় থানা চত্বরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে রৌমারী উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক রৌমারী সরকারি কলেজের অধ্যক্ষ সামিউল ইসলাম জীবনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, রৌমারী উপজেলা নিবার্হী কর্মকর্তা পূবন আক্তার, রৌমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা, বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রবিন, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য হারুনুর রশিদ হারুন প্রমূখ। এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ের তরুনরা সর্বচ্চ অপরাধের সাথে জড়িত। এর প্রধান কারণ ছোট বাচ্চাদের হাতেও মোবাইল ফোন। সন্তান মোবাইল কিনে চেয়েছে আর আপনারা কিনে দিয়েছেন। তারা সেই মোবাইল ফোন দিয়ে মাথা নিচু করে জুয়া, পর্ণ ভিডিওসহ নানান অপরাধ করে থাকে। আমরা বড় বড় মঞ্চে দাড়িয়ে অন্যের অপরাধ নিয়ে সমালোচনা করি ঠিকি, কিন্তু নিজের সন্তানকে সামলানোর চেষ্টা করিনা।রৌমারী উপজেলাকে অপরাধ মুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়ে রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার বলেন, আমাদের রৌমারীকে বাল্য বিবাহ, মাদকসহ অন্যান্য অপরাধমুক্ত উপজেলা হিসাবে কুড়িগ্রাম জেলাকে উপহার দিতে চাই। এর জন্য আপনাদের সহযোগিতা আমার বড্ড প্রয়োজন। যেকোনো অপরাধ মূলক কর্মকান্ডের আভাস পেলে অথবা যেকোনো অন্যায় সংগঠিত হওয়ার খবর পেলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। কথা দিচ্ছি, আপনাদের প্রতিটি প্রয়োজনে পাশে থাকবো। এসময় উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের পুলিশিং ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল মডেল থানা পুলিশের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালন করা হয়েছে। শনিবার বিকাল ৪ ঘটিকার সময় বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি মোঃ আবুল খয়ের এর সভাপতিত্বে ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ আসকার আলীর পরিচালনায় এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাধারণ সাইফুদ্দিন লিয়াকত, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাসিম, পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলী, বাহুবল প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম নুর, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ, বাহুবল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, লামাতাসী ইউপি চেয়ারম্যান আ,ক,ম উত্তার মিয়া তালুকদার, স্নানঘাট ইউপি চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হক রাহিন সহ সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র। কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে এ র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: কমিউনিটি পুলিশিং এর মূল মন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য নিয়ে শনিবার সকালে কুমিল্লার বুড়িচং থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং উপজেলা সমন্বয় কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুড়িচং থানার ওসি মোঃ মারুফ রহমান এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন ও সেকেন্ড অফিসার বলাই চন্দ্র দেবনাথ। র্যালীর পূর্বে বুড়িচং থানার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীতে অংশ গ্রহণ করেন বাকশীমূল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ আব্দুর রশিদ, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল আবেদীন, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের, বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার যথাক্রমে বুড়িচং সদর জহির হক, তাজুল ইসলাম মুকছু, বশু মিয়া, রাজাপুর ইউনিয়ন এর বাবুল আলম, ডা. হারুন অর রশিদ জাহাঙ্গীর, আব্দুল ওহাব, পেয়ারা বেগম, হুমায়ুন কবির, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ এর সুলতান আহমদ মুন্সি, ডা. নজরুল ইসলাম, জসিম উদ্দিন আবির, ষোলনল ইউনিয়ন পরিষদের কামাল হোসেন, আবুল কাসেম, সিরাজুল ইসলাম, ময়নামতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, সোহেল রানা, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের কৌশিক ভূইয়া, জিলানী, মোকাম ইউনিয়ন পরিষদের সাংবাদিক মোঃ জাকির হোসেন মেম্বার, আবাদ মিয়া, জসিম উদ্দিন, শাহ আলম, অহিদুর রহমান, বাকশীমূল ইউনিয়ন পরিষদ ফয়েজ আহমেদ, মানিক মিয়া, রিপন খান, আবুল কাসেম, রাকিবুল ইসলাম, আবুল কাসেম, ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের জাহাঙ্গীর আলম ও ফারুক আব্বাস প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার সংরক্ষিত মহিলা সদস্য এবং গ্রাম পুলিশ গণ উপস্থিত ছিলেন। অপরদিকে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বুড়িচং থানার অফিসারগণ উপস্থিত ছিলেন এসআই যথাক্রমে আব্দুল আজিজ, মোঃ জাহাঙ্গীর হোসেন, আব্দুল জব্বার, মোঃ মামুন হোসেন, মোঃ মাহাতাবুর রহমান, মিঠুন সরকার, এ এস আই মোঃ সিরাজুল ইসলাম, মহসিন কবির, নুরে আলম, আলা উদ্দিন, আমিনুর রহমান প্রমুখ।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে র্যালি, মোটর শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শনিবার (২৯ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা কমিউিনিটি পুলিশিং কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখান থেকে মোটর শোভাযাত্রা বের হয়ে পুলিশ লাইনসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে পুলিশ লাইনসের গ্রিলশেডে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে শোভাযাত্রাটি থানা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান। গোমস্তাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, চৌডালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে "কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র" প্রতিপাদ্যে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে (২৯ অক্টোবর) শনিবার সকাল ১০ ঘটিকায় ফুলপুর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান (হাবীব), উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি পৌর মেয়র মিঃ শশধর সেন, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদার, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ সদস্য মাহবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, বীর মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ সাহা, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মনিরুল হাসান টিটু, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এটিএম রফিকুল করিম নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সহ-সভাপতি ক্বারী সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, এটিএম রবিউল করিম, মোস্তফা খান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, থানা পুলিশ কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারবৃন্দসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরা মহম্মদপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহম্মদপুর থানার আয়োজনে কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র, এ প্রতিপাদ্য নিয়ে শনিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহম্মদপুর থানায় গিয়ে শেষ হয়। পরে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহম্মদপুর থানার পরিদর্শক (ওসি) অসিত কুমার রায়ের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নাজনীন রব্বানী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, নারীনেত্রী শারমিন আক্তার রুপালী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ বোরহান উল ইসলাম। এ সময় জনপ্রতিনিধি রাজনৈতিক সামাজিক বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে নিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। থানার আয়োজনে শনিবার পুলিশিং ডে নিয়ে আলোচনা সভা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, পুলিশ পরিদর্শক তদন্ত সেরাজুল হক, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, রেজাউল আলম রেজা, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলী, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সরকার প্রমূখ। এর আগে কবুতর উড়িয়ে একটি র্যালি শহরের প্রাণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।