হাতিয়া গৃহবধূকে পিটিয়ে হত‍্যার অভিযোগ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ০৪:৫২ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সুরমা বেগম (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত‍্যার অভিযোগ  করেছে নিহতের পরিবার।

রোববার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বেজিগুলিয়া গ্রামে স্থানীয় বসির উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সুরমা হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোঃ আবু তাহেরের মেয়ে। ঘাতক স্বামী নাজিম উদ্দিন (২৭) উপজেলার পৌরসভার বেজুগলিয়া গ্রামের ৪  নম্বর ওয়ার্ডের বসির উল্লাহ্ এর ছেলে।

নিহত সুরমা বেগমের মা সাফিয়া বেগম থেকে জানা যায়, প্রায় ৭ মাস পূর্বে পৌরসভার ৪ নং ওয়ার্ড উত্তর বেজুগালীয়া গ্রামের মৃত বশির উল্ল্যার ছেলে নাজিম উদ্দীন এর সাথে পৌরসভার ৫নং ওয়ার্ড আবু তাহেরের মেয়ের  বিয়ে বন্ধনে আবদ্ধ হয়।

পারিবারিক কলহের জের ধরে রবিবার সকালে নাজিম উদ্দীন তার নিজ বাড়ির বসত ঘরে স্ত্রী সুরমা বেগমকে (১৯) পিটিয়ে মাথায় আঘাত ও পরে গলা টিপে হত্যা করেছে বলে নিহতের মা সাফিয়া বেগম 
নিহত সুরমা বেগমের বড় ভাবি জিন্নাত আরা বলেন নাজিম সকাল প্রায়  ৯ টার সময় মোবাইল ফোণে সরমাকে মেরে ফেলার হুমকি দিয়ে ফোন কেটে দেয়। কিছু সময় পর দ্বিতীয় বার ফোন করে সুরমা অজ্ঞান হয়ে পড়ে আছে আপনারা তাড়াতাড়ি আসেন বলেই ফোন কেটে দেয়। এ খবরে সুরমা বেগমের বাবা মা আত্মীয় স্বজন ছুটে গেলে সুরমার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনার পর লাশ ফেলে পালিয়ে যায় নাজিম উদ্দিন।

হাতিয়া সার্কেল মোঃ আমান উল্লাহ বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কেএস