মাদক সেবনের প্রতিবাদ করায় সাংবাদিকের উপর হামলা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২, ০৭:১২ পিএম

মাদক সেবনের প্রতিবাদ করায় টাঙ্গাইলের কালিহাতীতে যুগান্তরের সাংবাদিক তারেক আহমেদের উপর হামলা করেছে মাদক সেবীরা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার বিল পালিমা গ্রামে এ ঘটনা ঘটে।

পরে হামলাকারিদের নামে তারেক আহমেদ বাদি হয়ে কালিহাতী থানায় লিখিত অভিযোগ করলেও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অভিযুক্তরা হচ্ছেন, একই গ্রামের মৃত মীর রবি হোসেনের ছেলে ইমরান হোসেন (৩০)।

তারেক আহমেদ দৈনিক যুগান্তর ও স্থানীয় দৈনিক মজলুমের কণ্ঠের স্টাফ রিপোর্টার এবং ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ইমরান হোসেনসহ বেশ কয়েকজন মাদক সেবী সাংবাদিক তারেক রহমানের চাচার উঠানে নিয়মিত গাঁজাসহ মাদক সেবন করে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা সাংবাদিক তারেক আহমেদকে হুমকি দেয়। তারেক আহমেদ বিষয়টি ইমরান হোসেনের ভাইকে অবগত করলে তারেকের উপর হামলা করে ইমরান। এ সময় তাকে বেধরক মারধর করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারেক আহমেদসহ তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে ইমরান হোসেন পালিয়ে যায়।

তারেক আহমেদ বলেন, ইমরান হোসেন সন্ত্রাসীদের নিয়ে আমার বাড়ির পাশে মাদক সেবন করে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাঁরা আমার উপর হামলা করে। আমি আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর বলেন, অভিযোগ পাওয়ার পর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কেএস