ফরিদপুর ও মাগুরার মাঝ দিয়ে বয়ে চলা মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে মধুমতির দুই পাড়ে লাখো মানুষের ঢল নামে। এই নৌকা বাইচ প্রতিযোগিতা ও মেলার উদ্যোক্তা মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার তার প্রয়াত বাবা বিহারী লাল শিকদারের নামে নৌকা বাইচ ও মেলার নামকরণ করা হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে মাগুরার মহম্মদপুর ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝে শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাৎসরিক এ নৌকা বাইচ উপভোগ করতে সকাল থেকেই শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীর উভয় পাড়ে পার্শবর্তী ফরিদপুর, মাগুরা, যশোর, ঝিনাইদাহ, নড়াইলসহ কয়েকটি জেলার বিভিন্ন শ্রেণীর-পেশার মানুষ ও এলাকার শিশু, কিশোর-কিশোরীসহ সকল বয়সী নারী-পুরুষ আনন্দ-উৎসবে মেতে ওঠেন।
মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ,খুলনা,রাজবাড়ী ও ফরিদপুরসহ দূর-দূরান্তের ছোট-বড় ১৫ টি নৌকা বাহারি সাজে সজ্জিত হয়ে বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। মধুমতির উভয় পাড়ে লাখো দর্শণার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। মধুমতির দুই পাড়ে অন্তত চার থেকে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে লাখো দর্শকের সমাগম ঘটে। আবহমান বাংলার চিরন্তণ এ দৃশ্য অন্যরকম উপভোগ্য হয়ে ওঠে। হেমন্তের বিকেলের নির্মলতায় ঐতিহ্যবাহী ও মনোমুগ্ধকর নৌকা বাইচ প্রতিযোগিতা দুচোখ ভরে উপভোগ করেন লাখো মানুষ। মধুমতি নদীর থৈ থৈ পানিতে ছন্দময় শব্দে ঢোল, কাশি-বাঁশি,ঝুমুর বাজিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতায় নেচে গেয়ে দর্শকদের আনন্দ দিতে প্রাণপণ চেষ্টা চালায় প্রতিযোগিরা। মাঝি-মাল্লাদের হই হই রবে নেচে ওঠে মধুমতি নদীর দুই পাড়।নৌকাবাইচ ঘিরে নদীর দুই পাড়ে বসে গ্রামীণ মেলা।
এ নৌকা বাইচ প্রতিযোগিতায় আয়োজক কমিটির সভাপতি ও মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পালের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী,মাগুরা-২ আসনের সংসদ সদস্য, ড.শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, অধ্যক্ষ ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি জি এম শওকত বিপ্লব রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অসিত কুমার রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যক্ষ মিজানুর রহমান মিলন প্রমুখ।
ইএফ