হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ তেল জব্দ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২, ০৫:১১ পিএম

নোয়াখালীর দীপ উপজেলা হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ২৬শ লিটার অবৈধ পামওয়েল ও ৬শ লিটার ডিজেল জব্দ করা হয়। এর পূর্বেও অনেকবার কোস্টগার্ডের অভিযানে অনেক অবৈধ পামওয়েল ও ডিজেল জব্দ করা হয়েছিল। কিন্তু ধরা পড়েনি অবৈধ চোরাকারবারি ব্যবসায়ীরা। প্রতিবার কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। জানা যায়নি কারা এই অবৈধ চোরাকারবারি তেল ব্যবসায়ী।

গোপণ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের, হাতিয়া স্টেশন একটি বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বাংলাবাজার ঘাট এলাকা থেকে ২৬শ লিটার অবৈধ পামওয়েল এবং ৬শ লিটার অবৈধ ডিজেল জব্দ করে।

এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিসিজি স্টেশন হাতিয়া।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অবৈধ তেলসমূহ উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর বরাবর প্রেরণ করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ডের দক্ষিণ জোন হাতিয়া স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শফিউল কিঞ্জল।

কেএস