ধনবাড়ীতে খানা তথ্য নিবন্ধন ও নাগরিক সেবা কার্যক্রম উদ্বোধন

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ০৬:০১ পিএম

বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ‍‍` বিনির্মাণে টাঙ্গাইলের ধনবাড়ী পৌর সভায় অনলাইন ভিত্তিক খানা তথ্য নিবন্ধন কার্ড ও নাগরিক সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে পৌর পরিষদ সভা কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাখওয়াত হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, পৌর আওয়ামী লীগের সাবেক সম্পাদক ফজলুল হক, কাউন্সিলর মেহফুজ আহমেদ, সফটওয়ার কোম্পানীর চালক মো. মেরাজ হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক আল-আমিন প্রমূখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, গমাধ্যকর্মী ও সুধিজন উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, ‘এ সুবিধার  আওতায় পৌরবাসী ঘরে বসে সকল নাগরিক সেবা গ্রহণ করতে পারবে। নাগরিক সেবায় তাদেরকে কার্ড দেয়া হবে, যা সকল তথ্য অনলাইনে রেজিষ্ট্রেশন থাকবে। ডিজিটাল সেবা মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে সক্ষম হবে।’

কেএস