শার্শা সীমান্ত থেকে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২, ০৫:১৩ পিএম

ভারতে পাচারের সময় যশোরের শার্শার শ্যালকোনা সীমান্ত থেকে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০ পিচ স্বর্ণ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। আসামি ভারতে পালিয়ে গেছে।

সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় শার্শা উপজেলার নারিকেল বাড়িয়া এলাকা থেকে এ চালান আটক করা হয়।

ভারতে পলাতক আসামি হলেন, শ্যালকোনা গ্রামের মৃত আব্দল আজিজের ছেলে তারিকুল ইসলাম। 
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শালকোনা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক ব্যক্তিকে গতি রোধ করা হয়। এসময় তার হাতে থাকা ব্যাগে সরিষা ক্ষেত ফেলে ভারত সীমান্তে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সে ব্যাগটি উদ্ধার করলে তার মধ্যে থেকে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০ পিচ স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৭ লাখ টাকা। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণ শার্শা থানায় হস্তান্তর করা হবে। এবং পলাতক আসামিকে আটকের জন্য বিজিবির একটি স্পেশাল টিম অভিযানে আছে বলে তিনি জানান।

কেএস