ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে ব্রাজিল সমর্থকগোষ্ঠী প্রায় ৫০০ এর অধিক মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউন করেন।
পূর্ব ঘোষাণা অনুযায়ী বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় একে একে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ হাইস্কুল মাঠে ব্রাজিলের সাপোর্টাররা যোগদান করেন।
ব্রাজিল সমর্থক সানী বলেন, এবারের বিশ্বকাপে আমরাই জয়ী হব। ব্রাজিলকে আটকানোর সাধ্য কারো নেই। আরেক সমর্থক মাসুদের ভাষায়, চারিদিকে শুধু হলুদ আর হলুদ। হলুদের সাথে কারো কোনো তুলনা নেই। ছোটবেলা থেকে ব্রাজিলকে সমর্থন করি। ব্রাজিল এবার তাদের ৬ষ্ঠ শিরোপ ঘরে তুলবে।
শহর প্রদক্ষিণ করার সময় আর্জেন্টাইন সমর্থক নিরব বলেন, শোডাউন করে কোনো লাভ হবে না। মেসির হাতেই কাপ উঠবে।
এমন আয়োজনের বিষয়ে জানতে চাওয়া হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারি চৌধুরী মন্টু বলেন, বাঙালির প্রাণের খেলা ফুটবল। এটি আমাদের ফুটবলের প্রতি আবেগের বহিঃপ্রকাশ। তবে তিনি প্রত্যেক দলের সাপোর্টারদেরকে কোনোরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এসে শেষ হয়।
কেএস