দর্শনায় ৪৮ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২, ০৭:২৩ পিএম

মাদকব্যবসা, চোরাচালান কিংবা সেবন রোধে কঠোর অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনের সার্বিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে জেলার প্রত্যেকটি ইউনিট।

তারই ধারাবাহিকতায় সোমবার (২৮ নভেম্বর) দর্শনার কামাড়পাড়া হাইস্কুল এলাকা থেকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের মধ্যেই গোপন সংবাদের ভিত্তিতে কামারপাড়া হাইস্কুলের পুর্ব পার্শ্বে জনৈক হালিমের বাড়ীর সামনে থেকে ৪৮ বোতল ফেন্সিডিল জিল্লুর রহমান স্বপন (৩৬) নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত স্বপন নাস্তিপুর স্কুল পাড়ার হামিদুল হক দুদুর ছেলে। অভিযানের সময় স্বপনের হাতে থাকা বাজার করার ব্যাগ থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। 
দর্শনা থানার ওসি লুৎফুল কবীর জানান, গ্রেপ্তার স্বপনের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এবি