খুলনা র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত প্রতারক একরামুল হক লিপন (৪২) নামের এক প্রতারককে চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার করেছে।
সোমবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় বাগেরহাটের খান জাহান আলী মাজারের মোড় থেকে তাকে গ্রেপ্তারী পরোয়ানামূলে আটক করে।
র্যাবের ডিএডি শফিকুল ইসলাম ও রামপাল থানা পুলিশের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। তার বিরুদ্ধে সিআর ৭২/১৮ নং চেক ডিজঅনার মামলায় ১৩৮ ধারায় সাজা হয়েছিল। বাগেরহাটের বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত ২/৫ তাকে ৩ লক্ষ টাকা জরিমানা ও সাজা প্রদান করেন।
গ্রেপ্তার একরামুল হক লিপন ওরফে রাজীবের বিরুদ্ধে বাগেরহাটের আদালতে ও খুলনা সাইবার ট্রাইব্যুনালে একাধিক মামলা হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছেন। এসকল বিষয় সে অস্বীকার করে। তার আটকের খবরে এলাকায় সস্তি ফিরেছে বলে এলাকাবাসী জানান।
প্রতারক একরামুল এর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সে দীর্ঘদিন পলাতক ছিল। র্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কেএস