‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’ স্লোগান নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার।
জেলা সমাজ অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. শহীদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, জেলা এডাব সভাপতি কাজী জাহাঙ্গীর কবির প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ১০টি সাদাছড়ি, দুটি কৃত্রিম পা এবং ১২টি হুইল চেয়ার প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেন।
এসএম