রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২, ০৪:৩৬ পিএম
ফাইল ছবি

রাজশাহী বিভাগে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনারের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন তারা।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আমাদের দাবির বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

এর আগে মহাসড়কে নছিমন-করিমন-ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করতে ১০ দফা দাবিতে গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়। রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় বিএনপির নেতাকর্মীরা অটোরিকশা সহ তিন চাকার যানে রাজশাহীতে আসেন। ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের। এ ধর্মঘটের আওতায় ছিল সব যাত্রী ও পণ্যবাহী পরিবহন।

এআই