দারুলহুদা মডেল মাদরাসায় ৬ শিক্ষার্থীকে সবক প্রদান

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২, ০৩:১৪ পিএম

শরীয়তপুর জেলার গোসাইরহাটে কোদালপুর ইউনিয়নে অবস্থিত ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান দারুলহুদা মডেল মাদরাসার ৬ শিক্ষার্থীকে নাজেরা শেষে সবক প্রদান করা হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাদেরকে হিফজুল কুরআনের সবক প্রদান করা হয়৷ অনুষ্ঠানে সভাপতি ছিলেন মাদরাসার প্রধান হাফেজ, মাওলানা দীদার মাহদী৷

হিফজ শিক্ষক হাফেজ আব্দুল করিম শিক্ষার্থীদের হিফজ সবক প্রদান করেন ৷

সভাপতির বক্তব্যে দীদার মাহদী বলেন, কুরআনুল কারীম মহান রব্বুল আলামীনের এক মহা বিস্ময় ৷ বিশ্বনবী সা. এর জীবন্ত মুজেজা ৷ বিশ্বে সর্বাধিক পঠিত ও প্রচারিত গ্রন্থ ৷ বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের ঘরে ঘরে কুরআনের কপি বিদ্যমান রয়েছে ৷

তিনি বলেন, এ কুরআন হিফজ করা সৌভাগ্যের বিষয় ৷ যে কেউ চাইলেই কুরআন মুখস্থ করতে পারেন না ৷ আল্লাহর রহমত প্রয়োজন ৷ আল্লাহ রাজি থাকলে অমেধাবী কেউও হাফিজুল কুরআন হতে পারেন ৷ আর নাফরমানি ও গোনাহ করলে মেধাবীরাও হিফজ শেষ করতে পারেন না ৷ কুরআন হিফজ করার জার্নিটা বেশ কষ্টসাধ্য ৷ শয়তান কুমন্ত্রণা দিয়ে এই পথ থেকে বিচ্যুত করতে চায় ৷ আমাদের অত্যন্ত সতর্কতার সাথে পথ চলতে হবে ৷

অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা কামাল উদ্দীন ছৈয়াল, প্রিন্সিপ্যাল এনামুল হক শামীম, সিইও শেখ এনামুল হক সাদীসহ দারুলহুদার সকল শুভাকাঙ্খী, অভিভাবক, শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয় ৷

এবি