টাঙ্গাইলে ৩০ লাখ টাকার হেরোইনসহ নারী গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ০৪:৩৫ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকা থেকে ৩০ লাখ টাকার হেরোইনসহ ফারজানা আক্তার সালমা (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তারকৃত ফারজানা আক্তার সালমা কুমিল্লার বুড়িচং উপজেলার সাদকপুর গ্রামের মো.আব্দুস ছালামের মেয়ে। তিনি এলেঙ্গা পৌরসভার মশাজান এলাকায় র্দীঘদিন যাবত ওই বাসায় ভাড়া থাকতেন। এর আগে সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এলেঙ্গা দক্ষিণপাড়া বাগানবাড়ী থেকে তাকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পরে রাতেই জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মো. নুরুজ্জামান বাদি হয়ে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুরুজ্জামানের নেতৃত্বে ৩’শ গ্রাম হেরোইনসহ ওই নারীকে গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মুল্য ত্রিশ লাখ টাকা।

কেএস