উৎসব মুখর পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাউজান প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেস ক্লাবের সদস্যরা লাইনে দাঁড়িয়ে নিজ নিজ পছন্দের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন প্রেস ক্লাবে বসে উপভোগ করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন রাউজান থানা পুলিশ। এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন শফিউল আলম (সমকাল)। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রদীপ শীল ও সদস্য সচিব কামরুল ইসলাম বাবুর ব্যবস্থাপনায় নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, এম বেলাল উদ্দিন, সাংবাদিক এম কামাল উদ্দিন, দৈনিক আজাদী ফটিকছড়ি প্রতিনিধি ও ফটিকছড়ি প্রেসক্লাব প্রতিনিধি সোলাইমান আকাশ, পি আই ও নিয়াজ মোর্শেদ, রাউজান থানার উপপরিদর্শক হুমায়ন কবির, আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ, যুবলীগ নেতা তপন দে, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাবের হোসেন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসিফ, ইমরান হোসেন পিন্টু, নাছির উদ্দিন, ব্যবসায়ী মো. আজাদ চৌধুরী।
এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে টিয়াপাখি মার্কা নিয়ে ভোটে নির্বাচিত হয়েছেন মো. হাবিবুর রহমান (আমাদের সময়), কলম মার্কা নিয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নেজাম উদ্দিন রানা (সময়ের কাগজ)। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাহেদুর রহমান মোরশেদ (সময়ের আলো), এম রমজান আলী (ভোরের কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী (আমার সংবাদ), সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন (আমাদের কণ্ঠ), দপ্তর সম্পাদক আমির হামজা (সকালের সময়) অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ (আমাদের নতুন সময়), মহিলা বিষয়ক সম্পাদক দিলু বড়ুয়া (বাংলাদেশ সমাচার), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ (দৈনিক অধিকার), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যীশু সেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রায়হান, রতন বড়ুয়া, সোহেল।
এসএম