পাঁচ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ০১:৫৮ পিএম
পাঁচ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফের দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌ-রুটে ফে‌রি চলাচল শুরু হয়েছে।

কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রোববার ভোর সাড়ে ৬টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

কুয়াশা কেটে যাওয়ার পর বেলা সাড়ে ১১টা থেকে আবার ফেরি চলাচল শুরু হয়।

বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলতদিয়া ঘাট শাখার ব‌্যবস্থাপক মো. সালাহ উ‌দ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকা পড়ে বেশ কিছু যানবাহন। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। 

এআই

AddThis Website Tools