হাজীগঞ্জে জামায়াতের ১১ নারী কর্মী আটক

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২, ০২:১৭ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে গোপন বৈঠক থেকে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন মহিলা জামায়াতের ১১ জন কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালামের ভাড়া বাসায় গোপন বৈঠক থেকে তাদেরকে আটক করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। ওই বাসা থেকে কিছু বই ও টাকা উত্তোলন করার রশিদ উদ্ধার করা হয়েছে। আটক নারী জামায়াত কর্মীদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

এ মুহূর্তে তাদের নাম ঠিকানা বলা যাবে না। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

কেএস