নড়াইল সদর উপজেলায় গরু চোর সন্দেহে বিক্ষুদ্ধ জনতার হাতে গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) গভীর রাতে নড়াইল পৌরসভার বিজয়পুর কাড়ার বিলে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে নড়াইল সদর থানার পুলিশ সোমবার (২৬ ডিসেম্বর) সকালে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. আসাদুল শেখ। পিতা মো. গফুর শেখ ও মাতা আরোফা বেগম। ঠিকানা দেওয়া আছে, গ্রাম- জাড়িয়া বারুইডাঙ্গা, ডাকঘর-লখপুর-৯২৪১, ফকির হাট, বাগেরহাট।
পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি নড়াইলের বিভিন্ন স্থানে গরু চুরি হচ্ছিল। এ জন্য বিভিন্ন এলাকায় স্থানীয়রা পালাক্রমে রাত জেগে পাহারা দিয়ে আসছিলেন। রোববার গভীর রাতে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বীড় গ্রামের রেবু বিশ্বাসের বাড়িতে ৫-৬ জনের একটি দল চুরির উদ্ধেশ্যে যান। এসময় বাছুরের ডাকে রেবু বিশ্বাস ও তার স্ত্রীর বিষয়টি বুঝতে পেরে চিৎকার দিলে আশেপাশের লোকজন তাৎক্ষনিক ছুটে এসে তাদের ধাওয়া করেন।
পরে তারা পালানোর চেষ্টাকালে বিক্ষুদ্ধ জনতা নড়াইল-গোবরা-ফুলতলা সড়কের উজিরপুর পল্লীবিদ্যুতের উপকেন্দ্রের পূর্বপাশে একজনকে ধরে ফেলেন। অন্যজনকে অদুরেই বিজয়পুর কাড়ার বিলের মধ্যে ধরেন। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন। উপস্থিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
এআই