১৩ জানুয়ারি বিশ্ব ইজতেমা

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২, ০৫:২২ পিএম

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ২০২৩ উপলক্ষে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত ও সফল করার লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে ময়দানের উত্তর-পূর্ব কোণে স্থাপিত টিনশেড মসজিদ সংলগ্নস্থানে সভাটি অনুষ্ঠিত হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মাহবুব-উজ-জামানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক আতাউল্যাহ মন্ডল, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, প্রথমপর্বের ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরুব্বি প্রকৌশলি মাহফুজ হান্নান, প্রকৌশলি মেজবাহ উদ্দিন, দ্বিতীয়পর্বের শীর্ষ মুরুব্বি ড. মোহাম্মদ আব্দুস সালাম, প্রকৌশলি শাহ মুহাম্মদ মুহিবুল্লাহ, ড. মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৩ জানুয়ারী শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর প্রথমপর্ব শেষে চারদিন বিরতি দিয়ে ২০ জানুয়ারী শুরু হবে দ্বিতীয় পর্ব।

এবি