বই উৎসবের বাকী ৩ দিন

আগৈলঝাড়ায় অধিকাংশ বিদ্যালয়ে বই আসেনি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ০৭:২৭ পিএম

এক সপ্তাহ পরেই নতুন বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে বই বিতরণের কথা থাকলেও বই পাওয়া নিয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে শঙ্কা। প্রাথমিকের অধিকাংশ বই এখনও আসেনি ও মাধ্যমিকের এসেছে অর্ধেক।

অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ে ২২ হাজার ২৩৬ সেট নতুন বই চাহিদার বিপরীতে পাওয়া গেছে প্রায় ৪ হাজার সেট বই। এর মধ্যে প্রাক প্রাথমিকে ৩হাজার ৭০০ সেট বইয়ের মধ্যে সব বই পাওয়া গেছে।

প্রথম শ্রেণির ৩ হাজার ৬৮০ সেট চাহিদার বিপরীতে শুধু মাত্র বাংলা ও ইংরেজি বই এসেছে। গণিতের কোন বই এখনও আসেনি। দ্বিতীয় শ্রেণির ৩ হাজার ৭৭৬ সেট চাহিদার বিপরীতে শুধু মাত্র ইংরেজি বই পাওয়া গেছে। বাকী বিষয়ের কোন বই এখনও আসেনি।

তৃতীয় শ্রেণির চাহিদা ৩ হাজার ৭৩০ সেট, চতুর্থ শ্রেণির চাহিদা ৩ হাজার ৮৫০ সেট ও পঞ্চম শ্রেণির চাহিদা ৩ হাজার ৫০০ সেট বইয়ের মধ্যে কোন বই এখনও পৌঁছায়নি প্রাথমিক শিক্ষা অফিসে।

অপরদিকে ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ হাজার ৬০০ সেট নতুন বই চাহিদার বিপরীতে পাওয়া গেছে ৮ হাজার ৫৫০ সেট বই। এর মধ্যে ষষ্ঠ শ্রেণির চাহিদা ৩ হাজার ৫০০ সেট বইয়ের মধ্যে সব বই পাওয়া গেছে।

সপ্তম শ্রেণির চাহিদা ৩ হাজার ৩৫০ শত সেট বইয়ের মধ্যে এখনও কোন বই আসেনি। অষ্টম শ্রেণির চাহিদা ৩ হাজার ৩৫০শত সেট বইয়ের মধ্যে সব বই পাওয়া গেছে। নবম শ্রেণির চাহিদা ৩ হাজার ৫০০ সেট বইয়ের মধ্যে অর্ধেক বই এসেছে। বাকী বই কবে আসবে তা নিশ্চিত করে বলতে পারেনি শিক্ষা অফিস।

এব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত সাংবাদিকদের বলেন, আমি আশাবাদী ঠিকাদারি প্রতিষ্ঠান ১লা জানুয়ারির পূর্বে বাকী সকল বই পৌঁছে দিবেন।

এসএম