সরিষাবাড়ীতে চাল সংগ্রহ অভিযান শুরু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২, ০২:২৪ পিএম

শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এ স্লোগানকে ধারণ করে অভ্যন্তরীণ আমন ধান/চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুল আলম তরফদার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অনূপ সিংহ, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, চালকল ও কৃষক সমন্বয়কারী রাজু আহমেদসহ মিল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য গুদাম খাদ্য কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক জানান, চলতি মওসুমে উপজেলায় সরকারি ভাবে ৮১২ মে.টন ধান ও ৭৬৪ মে.টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরে ২৬টি চালকল মিলের মধ্যে ৬টি চালকল চাল দেওয়ার চুক্তিবদ্ধ হয়েছে।

কেএস