মেহেরপুরে জামায়াতের ৮ নারী কর্মী গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ০৭:২০ পিএম

মেহেরপুরের মুজিবনগরে জামায়াত ইসলামীর ৮ নারী কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে শতাধিক বিভিন্ন প্রকারের বই জব্দ করা হয়।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেন মাষ্টারের বাড়িতে সরকার বিরোধী গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, জামায়াত ইসলামের কিছু নারী সদস্য সরকার বিরোধী গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী রকেয়া খাতুন( ৪২),শিবপুর গাজী পাড়ার হুমায়ুন কবিরের স্ত্রী শম্পা খাতুন(২৮), মোনাখালীর গ্রামের উত্তর পাড়ার ইজদানের স্ত্রী ফাতেমা খাতুন(৪০), মোনাখালী বাজার পাড়ার নয়ন মিয়ার স্ত্রী হানিফা আক্তার বিউটি (৩৪), শিবপুর মসজিদ পাড়ার চাঁদ আলীর স্ত্রী হাফিজা খাতুন(৩৮), রামনগর মধ্যপাড়ার দুরুদ আলীর স্ত্রী রেজমিনা খাতুন, (৪৪) শিবপুর গলাকাটা পাড়ার নজরুল ইসলাম মালীথার স্ত্রী সালেহার খাতুন(৪০) এবং বিশ্বনাথপুর বড় মসজিদ পাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী সুমাইয়া জান্নাতি (২৫) কে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে পবিত্র সীরাতন্নবী (সা:) উপলক্ষে বাংলাাদেশ জামায়াত ইসলামীর আহবান, দ্বীন ইসলামের ১৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক ধারণা, ইমানের হাকীকত, নামায রোজার হাকীকত, তাফহীমুল কুরআন, আদর্শ মানব মুহাম্মদ (সা:)কুরআন ও হাদীসের আলোকে রাসুল মুহাম্মদ (সা:) দ্বীন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব,বিষয় ভিত্তিক কোরআন ও হাদীস, ইসলামী সংগঠন, ইসলামী আন্দোলন, জামায়াত এবং জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ইসলামী ছাত্রী সংস্থ্যাসহ প্রায় শতাধিক বই জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১২/১৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এআই