খুলনায় বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ সাময়িক বন্ধ

খুলনা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ০৪:১০ পিএম

খুলনার দৌলতপুর জংশন এলাকার ৮১ নম্বর গেটে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তবে দ্রুত সময়ের মধ্যে লাইন স্বাভাবিক হবে বলে জানিয়েছেন খুলনা রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (০২ জানুয়ারি) দুপুর ২টা ২০ মিনিটে বগিটি লাইনচ্যুত হয়। খুলনা রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার সুদেব বড়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খবীর আহমেদ জানান, বগুড়ার সান্তাহার থেকে তেলবাহী একটি ট্রেন খুলনায় ফিরছিল। তবে তবে ট্রেনটি খালি ছিল। দুপুর আড়াইটার দিকে দৌলতপুর থানার বিজিবি সদর দপ্তরের সামনে ট্রেনের পেছনের গার্ড বগি লাইনচ্যুত হয়।

ঘটনাস্থলে থাকা দৌলতপুর রেল পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। খুব শিগগিরই বগিটি রেল লাইন থেকে তুলে রেল যোগাযোগ সচল করা হবে।

টিএইচ