স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোন বিকল্প নেই: প্রতিমন্ত্রী পলক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৮:২৪ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সারা দেশে ২০ হাজার কৃষককে স্মার্ট হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোন বিকল্প নেই। অনেকেই কথা দিয়ে কথা রাখেন না কিন্তু জননেত্রী শেখ হাসিনা যে কথা দেন সেটা রাখেন। উন্নয়ন অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান পলক।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে কৃষক সমাবেশ ও দু’শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, সবজি বীজ সহ কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান প্রমুখ।

কেএস