গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩, ০৫:৪৩ পিএম

মেহেরপুরের গাংনীতে দুটি দোকানে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গাংনী  পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার অদিপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

গাংনী র‌্যাব-১২ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন গাংনী স্যানেটারি ইন্সপেক্টর মশিউর রহমান ও মেহেরপুর জেলা স্যানেটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম।

অভিযানে সবুজ মেডিসিন কর্নারকে ৩০ হাজার ও বজলুল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, সবুজ মেডিসিন কর্নারকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই ধারায় বজলুল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

বজলুল ট্রেডার্সে মেয়াদ উর্ত্তীণ হলুদ ও স্বাস্থ্য ক্ষতিকারক সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বিড়ি এবং আয়োডিনমুক্ত ইন্ডাস্ট্রিয়াল লবণ ভক্তদের কাছে বিক্রি করার অপরাধে জরিমানা করেন।

এআরএস