গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

তেলের অভাবে ঘোরে না সরকারি অ্যাম্বুলেন্সের চাকা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০৫:২৫ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স পরিচালনার সরকারি বরাদ্দ না আসায় এক মাস ধরে সার্ভিস সেবা বন্ধ রয়েছে। যার কারণে জরুরি ভিত্তিতে রাজশাহী, নাটোর, ঢাকাসহ বিভিন্ন স্থানে রোগীদের আনা নেওয়া সম্ভব হচ্ছে না। এতে মুমূর্ষ রোগীরা চরম ভোগান্তিতে শিকার হচ্ছেন।

বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের অসহায় রোগীরা অ্যাম্বুলেন্স ভাড়া দিতে না পারায় রোগীকে উন্নত চিকিৎসা দিতে পারছেন না। স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া  রাজশাহীতে ১৮‍‍’শ টাকা ও নাটেরে ৯‍‍’শত টাকা থাকলেও অতিরিক্ত টাকা গুণতে হচ্ছে রোগীদের।

বিলহরি বাড়ি গ্রামের রেজাউল করিম জানান, ১৫ জানুয়ারি  আমার স্ত্রী পড়ে গিয়ে পা ভেঙে যায়। পায়ের অবস্থা খুব খারাপ। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়া প্রয়োজন। তবে দিনমজুরী করে ৫ সদস্যের সংসার চালাতে হচ্ছে। এখন রাজশাহী নেবার মতো সামর্থও নেই। হাসপাতালের অ্যাম্বুলেন্সটা ভালো থাকলে হয়তো কোনো রকমে কর্য করে স্ত্রীকে নিয়ে  রাজশাহীতে যেতে পারতাম।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক জহুরুল ইসলাম বলেন, ৩ মাসের তেলের টাকা বকেয়া থাকায় রয়না পেট্রোল পাম্পের মালিক তেল দিচ্ছে না। তাই এক মাস ধরে অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ আছে। তবে ব্যক্তি উদ্যোগে ৪ হাজার টাকার তেল খরচ দিলে সেবা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, তেলের বরাদ্দ নেই তাই সেবা বন্ধ রয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হবে।

আরএস