ঘন কুয়াশা: শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩, ১০:১৮ এএম
ঘন কুয়াশা: শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

শুক্রবার (২৭ জানুয়ারি) ভোর ৪টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, শুক্রবার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা রয়েছে।

নৌ দুর্ঘটনা এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঝ পথে কোনো ফেরি নোঙর করেনি। কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল শুরু হবে।

ওই এলাকায় দুর্ঘটনা এড়াতে সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে যানবাহনগুলো ধীর গতিতে চালাচল করছে।

এআরএস

AddThis Website Tools