চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে রাতের আধারে পাহাড় কাটার দায়ে ইনভাটা মালিক সমিতির সাধারণ সম্পদক মোজাহের হোসেন চৌধুরী সোহেল পরিচালিত এফবিবিআই ব্রিক ফিল্ডকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার মিরসরাই সদর ৯নং ইউনিয়নের তালবাড়িয়া রেললাইন এলাকায় এ অভিযান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন অভিযানটি পরিচালনা করেন।
জানা গেছে, মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার রেললাইনের উত্তর পাশে পাহাড়ের মাটি কেটে জামালের দোকান এলকা প্রয়াত নওশা মিয়া চেয়ারম্যানের ছেলে ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পদাক মো: মোজাহের হোসেন চৌধুরী হোসেলের এফবিবিআই ব্রিক ফিল্ডে নেওয়া হয়। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে হাতেনাতে প্রমান পাওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করেন ওই ব্রিক ফিল্ড কে। সাথে সাথে অবৈধভাবে মাটি নিয়ে যাওয়ার জন্য তৈরিকৃত রাস্তাটিও বন্ধ করেন ।
এ ব্যাপারে জানতে মোজাহের হোসেন চৌধুরীর ফোন নাম্বারে বাবার বার ফোন করে তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এফবিবি আই ব্রিক ফিল্ডকে মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আরএস