বোয়ালমারীতে তিন ক্লিনিককে জরিমানা

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ০৪:৫৮ পিএম

ফরিদপুরের বোয়ালমারী পৌর সদর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন ক্লিনিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসাইন।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ আদালত পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ক্লিনিকের কাগজপত্র ঠিক না থাকা, ওটি রুম ভালো না থাকা, রোগিদের রিসিট ঠিকমত না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে চৌরাস্তায় কহিনুর ডায়াহস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, হাসপাতাল রোডে অবস্থিত আলামিন ক্লিনিককে ২০ হাজার টাকা, মিম ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও  ডা. মাহমুদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসাইন বলেন, ক্লিনিকগুলোর বিভিন্ন অনিয়মের কারনে ১৮৬০ এর ২৬৯ ধারায় তিনটি ক্লিনিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আরএস