রাউজানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ০৩:৫৪ পিএম
রাউজানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুলতান আহাম্মদকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল।

এর আগে গত সোমবার (৩০ জানুয়ারি) রাত ৮টার সময় এএসআই সুজন চন্দ্র পাল রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সাজাপ্রাপ্ত সুলতান আহাম্মদ একই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, ১৯৯৬ সালের একটি হত্যা মামলার আসামি সুলতান আহাম্মদ। ঐ মামলায় দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন চট্টগ্রাম আদালত। এরপর থেকে দীর্ঘ দিন পলাতক ছিলেন সুলতান আহাম্মদ। গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরএস

AddThis Website Tools