রাণীশংকৈলে সম্মাননা স্মারক পেলেন ওসি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৬:৪১ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার ওসি তদন্ত হোসেন হত্যা মামলা এবং বিট পুলিশিং জোরদার করনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন করায় জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে বিশেষ সন্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট উপহার পেয়েছেন। গতকাল রবিবার (৫ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ সন্মাননা তুলে দেওয়া হয়।

রাণীশংকৈল থানার নবাগত ওসি তদন্ত মহসিন আলী ২০২২ সালের ২৬ শে অক্টোবর রাণীশংকৈল থানায় যোগাদান করেন, যোগদানের পর থেকে তিনি এ যাবৎ এ উপজেলায় চুরি, মাদক, বাল্য বিবাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হত্যা মামলা উদঘাটন করে বিট পুলিশিং এর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এবং স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের পরা লেখায় মনোযোগীসহ বিভিন্ন দিক নিদর্শনা উপদেশ দিচ্ছেন।

এ বিষয়ে ওসি তদন্ত মহসিন আলী জানান, আমি থানায় যোগদানের প্রায় ৩ মাস হচ্ছে,আসার পর এ উপজেলায় দুটি হত্যা মামলা হয়েছে। আমি এর আসল রহস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার উদঘাটন করতে পেরেছি। এবং বিভিন্ন রকম ভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছি আগামিতেও দিব।

আরএস