রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে চুরি যাওয়া স্বর্ণালংকার, নগদ টাকা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসময় চুরির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় স্বণালংকার, নগদ টাকা, ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নগরীর তাজহাট আইএইচটি ক্যাম্পাস এলাকায় একটি চুরির ঘটনা ঘটে।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা হয়। মামলার প্রেক্ষিতে পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে কোতয়ালী থানাধীন তাজহাট টিবি হাসপাতালের সামনে আব্দুল মজিদ এর ভাড়া বাসা হতে চুরি যাওয়া নগদ ২৫ হাজার ৫০০ টাকা, স্বর্ণের চেইন ২টি, ১ জোড়া সনাতন বালা এবং ২ টি মোবাইল ফোন উদ্ধার করে।
এসময় আন্তঃবিভাগ চোর চক্রের সদস্য লালমনিরহাট সদরের মাঝাপাড়া এলাকার মৃত মুন্না মিয়ার পুত্র সাবিত হাসান স্বপন, রংপুর নগরীর নুরপুর এলাকার আবুল হোসেনের পুত্র সিরাজুল ইসলাম ও লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার কাশিরাম এলাকার মৃত সাবের আলীর পুত্র আমজাদ হোসেনকে গ্রেফতার করা হয়।
আরএস