বরুড়ায় খাবার-কলম পেলো সহস্রাধিক শিক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০৭:১৯ পিএম

কুমিল্লাস্থ বরুড়া উপজেলা উন্নয়ন সমিতির উদ্যোগে উপজেলার চারটি সরকারি ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের এক হাজার ৭৮ জন শিক্ষার্থীদের মাঝে খাবার ও কলম বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীরা উপহার পেয়ে খুশি।

আয়োজকেরা জানান, মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বরুড়া পৌরসভার কামেড্ডা শালুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুপুর ১২ টায় খাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলা একটায় নলুয়া মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নলুয়া মনোহরপুর উ”চবিদ্যালয়, বেলা দুইটায় দোঘই আরিফ বাবলু শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ওই খাবার ও কলম বিতরণ করা হয়।

এতে অংশ নেন সমিতির উপদেষ্টা কাজী নাজমুস সাদাত, সভাপতি মো. জহিরুল হক, সহ-সভাপতি নাছির উদ্দিন লিংকন ও মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক গাজীউল হক সোহাগ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, বরুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মাহফুজুর রহমান, প্রধান শিক্ষক কামরুন নাহার, রতন চক্রবর্তী, মো. ইয়াসিন মিয়া, আমেনা আক্তার ও সহকারী শিক্ষক শামীমা আক্তার প্রমুখ।

১৯৯০ সাল থেকে এই সংগঠন বরুড়া উপজেলায় নানা ধরণের স্বে”ছাসেবী ও সামাজিক কাজ করে আসছে। 

এআরএস