ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় আজ সকালে নিখোঁজ আরো দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার পদ্মা নদী থেকে ফায়ার ডিফেন্স ও নৌ-পুলিশের যৌথ উদ্ধার অভিযানে লাশ দুটি উদ্ধার করা হয়।
এর আগে গত শনিবার স্পিডবোট দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ নিয়ে উক্ত স্পিডবোট দুর্ঘটনায় নিহতের সংখ্যা মোট পাচঁ এ দাড়াঁলো।
মৃতরা হলেন- ফরিদপুর কোতয়ালি সদর থানার মুন্সিবাজার এলাকার রাজ গোপাল গোস্বামীর ছেলে বলরাম গোস্বামী (৩৪) ও সদরপুর উপজেলার চরবিষœপুরের সুরমান শেখ এর ছেলে খোকন শেখ (৩৮)।
চরভদ্রাসন থানার ফায়ার ডিফেন্স এর (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. মোর্তূজা ফকির জানান, গত শনিবার উপজেলার পদ্মা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে একজন নিহত হন। এছাড়া ওই ঘটনায় আরো কিছু যাত্রী নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজদের খোজেঁ গত সোমবার বিকাল থেকে ঢাকা, ফরিদপুর, চরভদ্রাসন ফায়ার ডিফেন্স এর তিনটি ইউনিট ও নৌ-পুলিশের যৌথ উদ্ধার অভিযানে পদ্মা নদী থেকে এপর্যন্ত
চাঁর জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
কেএস