জলঢাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৫:৫২ পিএম

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর জলঢাকায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আখতার, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, সুশীল সমাজের ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

জানা যায়, এ বছর জলঢাকা উপজেলায় ৫ হাজার ৮০০ জন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের এবং ৫০ হাজার ৬৪২ জন ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১ টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সভায় আগামী ২০ ফেব্রুয়ারি নিকটস্থ ক্যাম্পেইন কেন্দ্রে এসে নির্ধারিত বয়সী শিশুদেরকে ‍‍`এ‍‍` প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য  অভিভাবকদের প্রতি অনুরোধ জানান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা।

কেএস