সালথায় আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২, ২০২৩, ০৭:৩৭ পিএম

ফরিদপুরের সালথায় দৈনিক আমার সংবাদ পত্রিকার দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকাল ৫টায় সালথা মডেল প্রেসক্লাবের কার্যালয়ে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক আমার সংবাদের সালথা উপজেলা প্রতিনিধি বিধান মন্ডল।

সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আবু নাসের হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী।

এ সময় উপস্থিত ছিলেন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান (লাবলু), সালথা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম নাহিদ,সহ-সভাপতি মনির মোল্লা, সাধারণ সম্পাদক এফ এম আজিজুর রহমান আজিজ, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ সুমন সহ সাংবাদিক বৃন্দ। এ সময় পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন অতিথিবৃন্দ।

এআরএস