নীলফামারীর ডোমারে মঙ্গলবার (৭ মার্চ) রাতে মাদক মামলার ২ বছরের সাজা ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত এক আসামিকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। বুধবার (৮ মার্চ) দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, মাদক মামলার ২ বছরের সাজা প্রাপ্ত আসামি রফিকুল ইসলামকে বিগত ২৮ মে (২০১৭) বিপুল পরিমাণ হেরোইনসহ ডোমার থানাধীন ছোট রাউতা এলাকা থেকে গ্রেপ্তার করে ডোমার থানা পুলিশ।
ডোমার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ১(ক) /২৫ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। যাহার জিআর নং ১১৪/১৭ (ডোমার) । আদালত গত ২২ জানুয়ারি (২০২৩) আসামি রফিকুলকে ২ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন। মামলা বিচার কার্য চলাকালীন সময়ে আসামি রফিকুল ইসলাম জামিনে মুক্ত হয়ে দীর্ঘ সময় আত্মগোপনে থাকেন। গতকাল মঙ্গলবার রাতে (৭ মার্চ) ডোমার উপজেলার বোড়াগাড়ী এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।
এ ব্যাপারে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, আসামি রফিকুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে।