পঞ্চগড়ে সংঘর্ষ: ১৩ মামলায় গ্রেপ্তার ১৬৫

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মার্চ ৯, ২০২৩, ০৫:৪২ পিএম

পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় ১৩ মামলায় ১৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহমদিয়া সম্প্রদায়ের ‘সালানা জলসা’ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল চলাকালে আহমদিয়াদের ওপর হামলা ও সংঘর্ষে দু’জন নিহতের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় ১৬৫ জনে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ থেকে আরও মামলার প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।

পুলিশ সুপার বলেন, বুধবার বিকাল পর্যন্ত ১৩টি মামলায় মোট ১৩৫ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর বিকালে ও রাতভর অভিযান চালিয়ে আরও ৩০ জনকে গ্রেফতার করা হয়। এতে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জন।

তিনি আরও বলেন, অপরাধীদের ধরতে পুলিশ ও যৌথ বাহিনী কাজ করছে। তবে ভিডিও ফুটেজ দেখে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে আসামিদের গ্রেফতার করা হচ্ছে। এ ঘটনায় কোনও নিরপরাধ সাধারণ মানুষকে হয়রানি করা হবে না।

আরএস