ভারতীয় মদসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২৩, ০৭:৫০ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াসু সীমান্ত দিয়ে অবৈধ ভারতীয় মদ  বিক্রয়ের উদ্দেশ্যে তরকারির ক্যারেট করে  আনার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা এলাকায় হোন্ডা স্টেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ১৬ বোতল ভারতীয় মদসহ  কুঞ্জ মোহন ত্রিপুরা (২৪) সজীদ চাকমা (১৯) কে  গ্রেপ্তার করেছে  মাটিরাঙ্গা থানা পুলিশ।

রোববার (১২ মার্চ) সকালের দিকে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়ার দিক নির্দেশনা অনুযায়ী মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) মো. সাদ্দাম হোসেন এর নেতৃত্বে উপ-পরির্দশক (এসআই) মাসুদ আলম পাটোয়ারী, উপ-সহকারি পরির্দশক (এএসআই) কামরুল আরেফিন চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে মাটিরাঙ্গা উপজেলার ওয়াসু সীমান্ত দিয়ে অবৈধ ভারতীয় মদ বিক্রয়ের উদ্দেশ্যে তরকারির ক্যারেট করে আনার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা এলাকায় হোন্ডা স্টেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ভারতীয় ১৬ বোতল মদসহ  কুঞ্জ মোহন ত্রিপুরা (২৪)সজীদ চাকমা (১৯) কে  গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুঞ্জ মোহন ত্রিপুরা (২৪) মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের  দন্তিরাম পাড়ার এলাকার দেবেন্দ্র ত্রিপুরার ছেলে। একই গ্রামের বাসিন্দা সুসময় ত্রিপুরা ছেলে সজীদ চাকমা(১৯)।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. জাকা‌রিয়া বলেন, প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়নে মাটিরাঙ্গা থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আই‌নি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এআরএস