রাজধানীর কেরানীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্বদেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিম।
এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৩ মোতাবেক উপজেলার তেঘড়িয়া ইউনিয়নের ইমন ব্রিকসকে ১০ লাখ, কোন্ডা ইউনিয়নের বক্তা ব্রিকসকে ৩ লাখ এবং শাহ জালাল ব্রিকসকে ৩ লাখ, নিউ নবিন ব্রিকসকে ৪ লাখ টাকাসহ সর্বমোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য দুটি প্রতিষ্ঠানের চার কর্মচারীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা আইন-২০১৩ অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার, কাঠ পোড়ানো ও লাইসেন্স নবায়ন না থাকায় ৩ ইটভাটার মালিককে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আরও চলবে বলেও জানান এ কর্মকর্তা।
এআরএস