ছাতক সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বার শুরু

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ০৯:৩৩ পিএম

সুনামগঞ্জের ছাতক সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বারের যাত্রা শুরু হয়েছে।  ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবার উদ্বোধন উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভার্চুয়ালি যুক্ত হয় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতা‌লে ইনচাজ ডাক্তার রাজীব চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সিভিল সার্জন ডাক্তার আহম্মদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ।

 সভায় বক্তব‌্য রাখেন ছাতক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, ডাক্তার ফাতেমাতুজ-জোহরা, ডাক্তার সাইদুর রহমান, ডাক্তার তোফায়েল আহমেদ সনি, সাংবাদিক শাকির আমিন ও লুৎফুর রহমান শাওন প্রমুখ।

উল্লেখ্য, দেশের সরকারি হাসপাতালে রোগীদের বৈকালিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রাথমিকভাবে জেলা পর্যায়ে ১০টি এবং উপজেলা পর্যায়ে ২০টি হাসপাতালে সেবা কার্যক্রম চালু করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে, সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার’ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। ৩টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু‌টি বৈকালিক চেম্বারে খোলা হচ্ছে।

এআরএস