দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে মাঠে নেমেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ০৬:৫৫ পিএম

পবিত্র রমজান ও বৈসাবি উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে রাঙ্গামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। 

শনিবার (১ এপ্রলি) সকালে রাঙ্গামাটি শহরের বনরুপা বাজারে ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহামুদ। 

পণ্যের মূল্য তালিকা না থাকা ও পণ্যের দাম বেশি রাখায় তিন দোকানীকে ১২হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিজন কুমার জোয়ারদার, রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন আরিফসহ পুলিশ সদস্যরা ।

এমএইচ আর