খাগড়াছড়ি জেলার গুইমারায় ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২০২৪ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
৩ এপ্রিল ২০২৩ গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) রক্তিম চেšধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, গুইমারা সদর ইউপি উপসহকারি কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, হাফছড়ি ইউপির উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রহিম মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।
আরএস