মেহেরপুরের গাংনীতে সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন নবাগত মেহেরপুর জেলা প্রশাসক (ডিসি)মোহাম্মদ আজিজুল ইসলাম।
সোমবার (১০ এপ্রিল) সকাল ১০টার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রশাসন সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুন্তাজ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী,মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান, উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশলী এএসএম মাহফুজুর রহমান কল্লোল, কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার পাশা, সাহারবাটী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, ধানখোলা ইউপি চেয়ারম্যান আ. রাজ্জাক, বামুন্দী ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমলসহ রাজনৈতিক নেতৃত্ব বৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুধীজন, সুশীল সমাজের ব্যাক্তি বর্গ, বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইট ভাটার মালিক সমিতি ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এমএইচআর