ভেড়ামারাতে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩, ০৪:৫৪ পিএম

ভেড়ামারায় ২০২২-২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ- ২(এনএটিপি-২) প্রকল্পের আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। 

সিআইজি কংগ্রেস সংগঠিত হয় ২০১০ সালে। সংগঠনের মাধ্যমে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাতের বিস্তার ঘটেছে, বিভিন্ন আধুনিক প্রযুক্তির বিস্তার ঘটেছে। 

জৈব বালাইনাশক এর ব্যবহার শুরু হয়েছে। সেচ সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। নিরাপদ ফল ও সবজির উৎপাদন শুরু হয়েছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া কৃষিবিদ ড. হায়াত মাহমুদ। 

এসময় আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম, আরও বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক, পশ্চীম বাহিরচর বারমাইল সিআইজি ফসল সমবায় সমিতি লিঃ মো. আনোয়ার হোসেন।

ধরমপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামান। বিত্তিপাড়া ধরমপুর ইউনিয়ন, ক্যাশিয়ার, শেলি খাতুন। কাজিহাটা, ধরমপুর ইউনিয়নসহ সাধারণ সম্পাদক, বাবর আলি। ৬৮ পাড়া, বাহিরচর ইউনিয়ন, সাধারণ সম্পাদক আকবর হোসেন। উপজেলার কৃষক, সাংবাদিক বৃন্দ প্রমুখ।

এমএইচআর