বাবার জন্য ভাত নিয়ে যাওয়া হলো না তরিকুলের

তালা (সাতক্ষীরা ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ০৪:০৩ পিএম

সাতক্ষীরার তালা উপজেলায় বাসচাপায় মো. তরিকুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।রোববার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কদমতলা এলাকায় এ  দুর্ঘটনা ঘটে। 

তাঁর বাড়ি তালা উপজেলার কুমিরা ইউনিয়নের দাদপুর গ্রামে। তিনি নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে পিতার জন্য ভাত নিয়ে যাচ্ছিল।

তরিকুলের চাচাতো ভাই তৌহিদুজ্জামান জানান, ‘রোববার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে করে মির্জাপুর বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে ভাত নিয়ে যাচ্ছিল তরিকুল। এ সময় হঠাৎ সাতক্ষীরাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পাটকেলঘাটার একটি ক্লিনিকে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাত ১টার দিকে তিনি মারা যান।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, বাসটি জব্দ করেছে চুকনগর হাইওয়ে পুলিশ। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।

এআরএস