মাগুরার মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা মো. তগরুল মোল্লা (৭০) নামাজে যানাজা ও পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।
সূত্র জানায় , উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধার মো. তগরুল মোল্লা। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে এক কন্যা নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
বুধবার সকালে পানিঘাটা পাঁচ রাস্তা মোড় ঈদগাহ মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও জানাযা শেষে পানিঘাটা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এসময় রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল।
মরহুম বীরমুক্তিযোদ্ধার জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আ. হাই মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাপ, বীর মুক্তিযুদ্ধা ফারুকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু, বীর মুক্তিযোদ্ধা হাজী জিন্নাতুল আলম প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক গৌতম ঠাকুর, বীর মুক্তিযোদ্ধা তিলাম হোসেন স্থানীয় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এইচআর