পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০১:৫৯ পিএম

পানিতে ডুবে জান্নাতুল মীম (৯) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে।  বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া রহমান ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জান্নাতুল মীমের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার কালিকা চড়পাড়া গ্রামে। সে ওই গ্রামের আবুল বাসারের মেয়ে ও স্থানীয় কালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

নিহতের পরিবারের বরাত দিয়ে পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সানোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিশু জান্নাতুল মীম তাদের বাড়ির পাশে একটি গর্তে অন্যান্য শিশুদের সাথে মাছ ধরছিল। মাছধরা শেষে গর্তের পাশেই অপর একটি পুকুরে গোসল করতে গিয়ে সবার অজান্তে পানিতে ডুবে যায়।

বাড়ির লোকজন খোজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে পূর্বধলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরএস