কোটালীপাড়ায় সরকারি খাল ভরাটের অভিযোগে ২ জনের জেল

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০৬:০৪ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বানারজোড় ভেড়াডাঙ্গায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে  সরকারী খাল ভরাট করার দায়ে ২জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার  দুপুরে (২৭ এপ্রিল)  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

আটককৃতরা হলেন, রবিউল খা (২২) কোটালীপাড়া উপজেলার তালপুকুরিয়া গ্রামের বাদল খার ছেলে, অপরজন গৌরাঙ্গ মল্লিক (৪০) একেই গ্রামের গোবিন্দ মল্লিকের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে সরকারী খালটি ভরাট করে আসছিল। এছাড়া বালু উত্তোলনকারী চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান । 

এইচআর