লক্ষ্মীপুরে যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব খুনের ঘটনায় পুলিশ ও র ্যাব এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউপির নন্দীগ্রামের আব্দুল মন্নানের ছেলে সবুজ (৩৫), একই গ্রামের তাজুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম বাবলু ওরফে ছোট বাবলু (৩০), দত্তপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মনির হোসেন রুবেল ৩২)। এই ৩ জন এজাহার নামীয় আসামি।
এছাড়া বশিকপুর গ্রামের সেলিম পাটোয়ারীর ছেলে ইসমাইল হোসেন পাটোয়ারী (৩৫)। তাকে হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল কিশোর মজুমদার জানিয়েছেন, যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব খুনের ঘটনায় এখন পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে বশিকপুর ইউপির নাগেরহাট এলাকায় যুবলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে গুলি করে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই জোড়াখুনের ঘটনায় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদীসহ ৩৩ জনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
এইচআর